স্বাস্থ্যসেবা উন্নয়ন

গুজরাটকে ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বণিক বার্তা ডেস্ক

জনগণের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কিশোরীদের জন্য রোগ নির্ণয়ে ভারতের গুজরাট রাজ্যের সরকারকে ৩৫ কোটি ডলার বা হাজার ৮৩২ কোটি রুপি ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

বিশ্বব্যাংক সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ব্যাংকের নির্বাহী পর্ষদের পরিচালকরা প্রদেশটিকে ৩৫ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। বিশ্বব্যাংকের আর্ম প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্যাংক অব রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি) অর্থায়ন করবে।

রাজ্য সরকারের সিস্টেম রিফর্ম এন্ডেভারস ফর ট্রান্সফরমড হেলথ অ্যাচিভমেন্ট ইন গুজরাট (স্রেষ্ঠা-জি) প্রোগ্রামের মাধ্যমে ঋণটি ব্যবহার করা হবে। বিশ্বব্যাংক জানায়, এর মাধ্যমে আরো বেশি মানুষ উচ্চমানের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। গুজরাট প্রদেশ বর্তমানে অধিবাসীদের প্রজনন, মাতৃত্ব, নবজাতক, শিশু কিশোর স্বাস্থ্য, সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে।

বিশ্বব্যাংকের ঋণ সহায়তার মাধ্যমে প্রদেশটি বিদ্যমান স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য উপশমকারী স্বাস্থ্যসেবা যুক্ত করতে পারবে। এছাড়া প্রদেশের অসংক্রামক রোগের চিকিৎসাসেবা আরো শক্তিশালী করতে পারবে। ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আগস্টে তানো কৌমে বলেন, প্রোগ্রামটি প্রথাগত স্বাস্থ্য পরিষেবাগুলোতে জনগণের প্রবেশাধিকার বাড়াবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য উপশমকারী চিকিৎসাসেবার উন্নয়নে রাজ্যটির প্রচেষ্টাকে সমর্থন করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন