৪০টি এয়ারবাস জেট কিনছে চায়না সাউদার্ন এয়ারলাইনস

বণিক বার্তা ডেস্ক

৪০টি এয়ারবাস এ৩২০নিও-ফ্যামিলি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনস কোম্পানি। ৪৮৫ কোটি ডলারে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানে ক্রয়াদেশ দিয়েছে এয়ারলাইনসটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের তিনটি রাষ্ট্রীয় এয়ারলাইনস ২৯২টি এয়ারবাস জেটের ক্রয়াদেশ দেয়ার কয়েক মাসের মধ্যে চুক্তির বিষয়টি সামনে এল। এয়ারবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ৪০টি জেটের নতুন ক্রয়াদেশ গত জুলাইয়ে ঘোষিত ২৯২টির পর চীন থেকে পাওয়া শীর্ষ ক্রয়াদেশ।

এদিকে গত সপ্তাহে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ক্যালহিউন বলেছিলেন, আগামী এক বা দুই বছরের মধ্য চীন থেকে উড়োজাহাজের ক্রয়াদেশ পাওয়ার আশা ক্ষীণ। ২০১৯ সালের মার্চ থেকে দেশটিতে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ ফ্লাইট পরিচালনা হয়নি। সে সময় মারাত্মক দুটি দুর্ঘটনার পর উড়োজাহাজগুলো গ্রাউন্ড করা হয়েছিল।

নতুন ক্রয়াদেশের উড়োজাহাজগুলো চীনা এয়ারলাইনসটি সাবসিডিয়ারি জিয়ামেন এয়ারলাইনসকে সরবরাহ করবে। জিয়ামেনের অধিকাংশ মালিকানা চায়না সাউদার্ন এয়ারলাইনসের হাতে। এর আগে এয়ারলাইনসটি একচেটিয়াভাবে বোয়িংয়ের ওপর নির্ভরশীল ছিল। নতুন জেটগুলো ২০২৪-২৭ সালের মধ্যে সরবরাহ করবে এয়ারবাস। এর আগে জুলাইয়ে ৯৬টি এ৩২০নিও-ফ্যামিলি জেটের ক্রয়াদেশ দিয়েছিল চায়না সাউদার্ন। পাশাপাশি চায়না ইস্টার্ন একই মডেলের ১০০টি এবং এয়ার চায়না সহযোগী সংস্থা শেনজেন এয়ারলাইনস সম্মিলিতভাবে ৯৬টি এ৩২০ উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল। একটি লাভজনক বছরের পরে চীন থেকে বিপুলসংখ্যক উড়োজাহাজের ক্রয়াদেশগুলো পাচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। মহামারীর কারণে দুই বছর মন্দার পরে ২০২১ সালে রেকর্ড মুনাফার দেখা পেয়েছিল এয়ারবাস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন