তামার দাম ১.৫৮% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ডলারের বিনিময় মূল্যে পতন এবং চীনে প্রণোদনা প্রকল্প হাতে নেয়ায় তামার দাম বেড়েছে। ডিসেম্বরে সরবরাহ হতে যাওয়া তামার দাম গত বৃহস্পতিবার দশমিক ৫৮ শতাংশ বেড়ে পাউন্ডপ্রতি ডলার ৫২ সেন্ট বা টনপ্রতি হাজার ৭৪৪ ডলারে দাঁড়িয়েছে। 

মুদ্রাবাজার নিয়ন্ত্রণে জাপান সরকারের নেয়া কড়া পদক্ষেপের জেরে ডলার সূচকে পতন হয়েছে। ইয়েনের মান শক্তিশালী করতে ১৯৯৮ সালের পর মুদ্রাবাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার এক ঘোষণায় বিভিন্ন অবকাঠামো প্রকল্পে দশমিক ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ ঘোষণা করে সাংহাই কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) ওয়্যারহাউজে ১১ হাজার ২০০ টন তামা এসেছে। গত জুনের পর যা একদিনের সর্বোচ্চ তামা আমদানি। চলতি মাসে পর্যন্ত ৩৫ হাজার টন তামা আমদানি হয়েছে। গত আগস্টে যেখানে মাত্র হাজার ৬২৫ টন তামা আমদানি হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন