আন্তর্জাতিক বাজারে ১৮ মাসের সর্বনিম্নে অ্যালুমিনিয়ামের দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম কমে ১৮ মাসের সর্বনিম্নে নেমেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়ায় ধাতুটির বাজারে এমন নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আবারো ব্যাপকভাবে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে বাজার। সুদহার আবারো বাড়লে ধাতব পণ্যে বিনিয়োগ স্বাভাবিকভাবেই কমবে। আশঙ্কায় এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে অ্যালুমিনিয়ামের চাহিদা।

অন্যদিকে সুদহার বাড়তে থাকায় ডলারের বিনিময় মূল্য বেড়ে ২০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে চাপের মুখে পড়ছে ডলারে লেনদেন হওয়া ধাতব পণ্যের বাজার। অন্য মুদ্রার ক্রেতাদের কাছে এসব পণ্য ব্যয়বহুল হয়ে পড়ছে।

জানা গিয়েছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম দশমিক শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে হাজার ২০৮ ডলার ৫০ সেন্টে। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ২১ শতাংশ কমেছে।

আইএনজি বিশ্লেষক ওয়ারেন প্যাটারসন বলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক যদি দশমিক ৭৫ শতাংশ হারে সুদহার বাড়ায়, তবে ধাতব পণ্যটির দাম বাড়তে পারে। কিন্তু শতাংশ হারে বাড়ালে বাজার আরো নিম্নমুখী চাপে পড়বে।

তিনি আরো বলেন, বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হতে শুরু করায় ধাতব পণ্যের চাহিদা অব্যাহত কমছে। কিন্তু এর পরও এসব পণ্যের সরবরাহ সংকট কাটছে না।

মূলত বেশির ভাগ ধাতব পণ্যের মূল্য পরিস্থিতি এখনো বাজার সহায়ক। তবে অনেক পণ্যের সরবরাহ ঝুঁকিতে আছে। মজুদও কমছে আশঙ্কাজনক হারে। ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়ের কারণে এরই মধ্যে ইউরোপের বিগলন প্রতিষ্ঠানগুলো বার্ষিক উৎপাদন সক্ষমতা ১১ লাখ টন কমে কমিয়ে আনতে বাধ্য হয়েছে। জ্বালানি রেশনিংয়ের বিরূপ প্রভাব পড়েছে চীনের অনেক বিগলন কেন্দ্রে।

তবে এসবের পরও গত মাসে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮৮ হাজার টনে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। মূলত নতুন নতুন বিগলন কেন্দ্রের কারণে উৎপাদন বেড়েছে। পাশাপাশি গত মাসে চীনের উৎপাদন রেকর্ড স্পর্শ করেছে।

এদিকে লম্বা সময় ধরে কমার পর এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুদ বেড়েছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জ জাপানের বন্দরগুলোয়ও মজুদে ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন