ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ঢাকায়

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। গতকাল বুধবার রাতে প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছান। আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন।

ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তার আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি হংকং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করেছেন। তিনি ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে প্রথমে টাটা স্টিলে যোগ দেন প্রণয় কুমার ভার্মা। এরপর ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন প্রণয় কুমার ভার্মা। বিক্রম কুমার দোরাইস্বামী ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন। এর আগে ১৯৯২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। বাংলাদেশের আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন