চিনি ও পাম অয়েলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক

পাম ওয়েল (সুপার খোলা তেল) ও চিনির দাম কমিয়েছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাম ঘোষণা করে।

উপসচিব খন্দকার নূরুল হকের সই করা বিজ্ঞপ্তিতে পাম সুপার খোলা তেল কেজিতে ১২ টাকা কমানো হয়েছে। এতে আগামী রোববার থেকে পাম সুপার খোলা তেল কেজিতে ১৩৩ টাকায় বিক্রি হবে। এছাড়া খোলা চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে পাম অয়েলের দাম লিটারে ১২ টাকা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যালোচনার দায়িত্বে থাকা সংস্থাটি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে এক প্রতিবেদনে এ সুপারিশ করেছে। তবে সয়াবিন তেলের বর্তমান দাম বহাল রাখার সুপারিশ করেছে কমিশন। অন্যদিকে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের চিনির দামই কেজিতে কমপক্ষে ৬ টাকা কমানোর জন্য মতামত দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন