কভিডের কারণে সরকারি চাকরির বয়সে ৩৯ মাস ছাড়

বণিক বার্তা অনলাইন

ছবি : সংগৃহীত

কভিড মহামারীর কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় সরকারি চাকরিপ্রার্থীরা ক্ষতি পুষিয়ে নিতে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় পাচ্ছে। চাকরি প্রত্যাশীদের বয়সে এ ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা (বিসিএস) এ ছাড়ের আওতায় আসছে না বলেও আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত। 

অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চের পর যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। শুধু বিসিএস পরীক্ষা দিতে পারবে না। এতে সরকারি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাস ছাড় পাচ্ছেন।

করোনার কারণে এর আগেও চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে দুই দফায় ছাড় দেয়া হয়েছে। প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত বছরের ২৫ মার্চের পর যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস, অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু এরপর করোনার নতুন ঢেউ এলে আবারো লকডাউন দেয় সরকার। এরপর গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ২১ মাস বয়সের ছাড় পান সরকারি চাকরিপ্রার্থীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন