দেশে ফিরে সাফ জয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ দেশে ফিরে নারী ফুটবল দলকে আর্থিক পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র আছেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন। নারী ফুটবল দলের যেসব ফুটবলারদের ঘর দরকার, তাদের ঘর দেয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য কোন খেলোয়াড়ের ঘরের প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিস্থ তার গ্রামের বাড়িতে একটি বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। রূপনা চাকমা ২০২২ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন