ওরিয়ন ইনফিউশনের দর দেড় মাসে বেড়েছে ৪৫৭%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। মাত্র দেড় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫৭ শতাংশ। এর মধ্যে গত পাঁচ কার্যদিবসে বেড়েছে প্রায় ৪৮ শতাংশ। সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে। তবে শেয়ারদর বৃদ্ধি অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

চলতি বছরের ২৮ জুলাইয়ের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর। নিয়ে কোম্পানিটিকে গত মাসে তিনবার কারণ দর্শানো চিঠি দেয় ডিএসই। প্রতিবারই কোম্পানিটি জানিয়েছে এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। সর্বশেষ গত সোমবার চলতি মাসে প্রথমবারের মতো চিঠি দিলে তার জবাবেও গতকাল একই তথ্য দেয় ওরিয়ন ইনফিউশন। মূলত ২৮ জুলাইয়ের পর থেকে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৭৮ টাকা ৪০ পয়সা বা ৪৫৭ শতাংশ। সময়ের মধ্যে শেয়ারটির দর ১০৪ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৫৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। এর মধ্যে গত পাঁচ কার্যদিবসে বেড়েছে ১৮৭ টাকা ৮০ পয়সা বা ৪৭ দশমিক ৫১ শতাংশ। যে কারণে ডিএসই কোম্পানিটির কাছে সর্বশেষ কারণ দর্শানো নোটিস পাঠায়। এদিকে গত পাঁচ কার্যদিবসের মধ্যে ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট লাখ ৩১ হাজার ৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল লেনদেন ছিল লাখ হাজার ১১৪টি শেয়ার।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল টাকা ১২ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন