বিএসইসির প্রজ্ঞাপন

ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণমানসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জীবন বীমা খাতের কোম্পানি বাদে তালিকাভুক্ত সব কোম্পানিকে বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে। গতকাল বিএসইসির পক্ষ থেকে -সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুসারে, জীবন বীমা কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে প্রতি দুই বছরে একবার ঋণমান করতে হবে। ঋণমান পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে সেটি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসইআই) হিসেবে প্রকাশ করতে হবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের কাছে ঋণমানের তথ্য বিতরণের জন্য পাঠাতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ পুঁজিবাজারের উন্নয়নে জারি করা প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।

বর্তমানে বিএসইসির অনুমোদনপ্রাপ্ত ক্রেডিট রেটিং কোম্পানির সংখ্যা আটটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন