২৫% লভ্যাংশ দেবে মেঘনা লাইফ

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে বীমা খাতের প্রতিষ্ঠানটি।

তথ্য অনুসারে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বছরের ১৯ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

ডিএসইতে গতকাল মেঘনা লাইফের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৭২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬১ টাকা ২০ পয়সা ১২৭ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন