
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ পুনর্গঠনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের পক্ষ থেকে কোম্পানিটির চেয়ারম্যানসহ তিনজন পর্ষদ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানিটির শেয়ারহোল্ডার ও পরিচালক আব্দুস সালাম মুর্শেদী ও তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন উচ্চ আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এনভয় টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠনে এ বছরের ২৫ আগস্ট উচ্চ আদালতের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করা হয়। আদালতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত এ পর্ষদ দায়িত্ব পালন করবে। পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। এছাড়া আদালতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শফিকুর রহমান ও ফখরুদ্দিন আহমেদ এফসিএ ও এফসিএমএকে কোম্পানিটির পর্ষদ সদস্য নিয়োগ করা হয়েছে। এর বাইরে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে পুনর্গঠিত পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদীকে পরিচালক ও সদস্য, রাশিদা আহমেদকে পরিচালক ও সদস্য, শারমিন সালামকে পরিচালক ও সদস্য, তানভির আহমেদকে পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যারিস্টার শেহরিন সালাম ঐশীকে পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন উচ্চ আদালত। কোম্পানির সংঘবিধিতে কতিপয় সংশোধন, পর্ষদে তিনজন অতিরিক্ত পরিচালক নিয়োগ, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং নমিনেশন ও রিমুনারেশন কমিটি সভার নোটিসকে চ্যালেঞ্জ করে আব্দুস সালাম মুর্শেদী ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।