এনভয় টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ পুনর্গঠনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের পক্ষ থেকে কোম্পানিটির চেয়ারম্যানসহ তিনজন পর্ষদ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। কোম্পানিটির শেয়ারহোল্ডার পরিচালক আব্দুস সালাম মুর্শেদী তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন উচ্চ আদালত। ডিএসই সূত্রে তথ্য জানা গিয়েছে।

এনভয় টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠনে বছরের ২৫ আগস্ট উচ্চ আদালতের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করা হয়। আদালতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত পর্ষদ দায়িত্ব পালন করবে। পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। এছাড়া আদালতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শফিকুর রহমান ফখরুদ্দিন আহমেদ এফসিএ এফসিএমএকে কোম্পানিটির পর্ষদ সদস্য নিয়োগ করা হয়েছে। এর বাইরে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে পুনর্গঠিত পর্ষদের পরিচালক ভাইস চেয়ারম্যান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদীকে পরিচালক সদস্য, রাশিদা আহমেদকে পরিচালক সদস্য, শারমিন সালামকে পরিচালক সদস্য, তানভির আহমেদকে পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যারিস্টার শেহরিন সালাম ঐশীকে পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন উচ্চ আদালত। কোম্পানির সংঘবিধিতে কতিপয় সংশোধন, পর্ষদে তিনজন অতিরিক্ত পরিচালক নিয়োগ, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং নমিনেশন রিমুনারেশন কমিটি সভার নোটিসকে চ্যালেঞ্জ করে আব্দুস সালাম মুর্শেদী তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন