জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন

বণিক বার্তা অনলাইন

জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রটি সর্বশেষ মূল বিদ্যুৎ সঞ্চালন  লাইনের সংযোগ হারিয়ে ফেলেছে। স্টেশনটির ছয়টি চুল্লির মধ্যে কেবল একটিই এখন চালু রয়েছে। খবর বিবিসি।

ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি এখন ইউক্রেনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি রিজার্ভ লাইনের উপর নির্ভর করছে।

সাম্প্রতিক সময়ে জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রটি বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে আক্রমণের শুরুর দিকেই কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া। কিছুদিন ধরে কেন্দ্রের আশপাশের এলাকায় একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটছে। এ নিয়ে ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষ দিয়ে আসছে।

নিরাপত্তা উদ্বেগের মধ্যে আইএইএ পরিদর্শকরা গত বৃহস্পতিবার পরমাণু কেন্দ্রে পৌঁছান। পরিদর্শনের পর সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত শুক্রবার বলেন, বেশ কয়েকবার কেন্দ্রের অখণ্ডতা লঙ্ঘন হয়েছে।

ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মীদের বরাত দিয়ে আইএইএ জানায়, জাপোরিঝজিয়ার চতুর্থ কর্মক্ষম ৭৫০ কিলোভোল্ট পাওয়ার লাইনটি অকার্যকর হয়ে গিয়েছে। অন্য তিনটি আগেই সংঘর্ষের সময় কর্মহীন হয়ে পড়ে। তবে একটি ৩৩০/৭৫০ কেভি রিজার্ভ লাইন চালু রয়েছে। এটি প্রয়োজনে কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

আরো জানানো হয়, এর আগে ২৫ আগস্ট প্রধান পাওয়ার লাইনটি সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে যায়।

গত মার্চে পরমাণু কেন্দ্র রাশিয়ার দখলে গেলেও সেখানে কাজ করছে ইউক্রেনের কর্মীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন