
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, চতুর্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিতমূল্য ৫ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ম্যানডেটেড লিড অ্যারেঞ্জারের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটিকে স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে শর্তারোপ করা হয়েছে।
এর আগে এ বছরের মে মাসে ৫০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে
(জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৬ পয়সায়।