আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৭তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, চতুর্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উচ্চসম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে টায়ার- মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিতমূল্য লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ম্যানডেটেড লিড অ্যারেঞ্জারের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটিকে স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে শর্তারোপ করা হয়েছে।

এর আগে বছরের মে মাসে ৫০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে  (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ১৭ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৬ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন