
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ার দর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ডিএসইর চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ১১ আগস্ট ডিএসইতে এপেক্স ফুডসের শেয়ার দর ছিল ১৭০ টাকা ৪০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ার দর টানা বাড়তে থাকে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৪১ টাকা ৭০ পয়সায়। শেয়ার দরের পাশাপাশি এ সময়ে টানা কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে।
১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডসের পরিশোধিত মূলধন টাকা ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।
ডিএসইতে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার দর গত ২৭ জুন ছিল ২০ টাকা ৩০ পয়সা। এরপর থেকেই ঊর্ধ্বমুখী কোম্পাানিটির শেয়ারদর। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮০ পয়সায়। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকোর বর্তমানে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার।