পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) সাম্প্রতিক সময়ের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা যাচ্ছে। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৭ শতাংশেরও বেশি। এ লেনদেন ও শেয়ারদর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২২ আগস্টের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা। সেখান থেকে বেড়ে গত সোমবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮০ টাকা ১০ পয়সায়। সে হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩৭ দশমিক ৬৫ শতাংশ। অবশ্য গতকাল কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬০ পয়সা। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত রোববার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ২৬ লাখ ৮৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল কোম্পানিটির মোট ১০ লাখ ৬৭ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়েছে।
উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। লোকসানের কারণে আলোচ্য হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএসআরএমের আয় হয়েছে ১৪৫ কোটি টাকার বেশি। আগের হিসাব বছরে কোম্পানিটির আয় ছিল প্রায় ৩২৪ কোটি। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা।