চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে গত ১০ মাসের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৭৪ শতাংশ। এদিন এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ ২ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৪৭ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর কিছুটা ছন্দপতন ঘটলেও দুপুর ১২টা ১৭ মিনিটে সূচকটি দিনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। তবে এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৬৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে কিছুটা কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ারের।
বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে ডলারের বিনিময় মূল্য কিছুটা স্থিতিশীল হওয়া ও জ্বালানির সরবরাহ স্থিতিশীল হওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস কিছুটা ফিরে এসেছে। এতে গতকাল বাজারে তাদের অংশগ্রহণ বেড়েছে। এতে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়। তবে দিনের দ্বিতীয়ার্ধে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গিয়েছে। এতে শুরুর দিকে সূচকের যে উত্থান ছিল সেটি শেষ পর্যন্ত বজায় থাকেনি।
ডিএসইতে গতকাল ২ হাজার ১০৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা। এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইতে ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত ছিল ৬১টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। মোট লেনদেনের ১০ দশমিক ২ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর আর্থিক প্রতিষ্ঠান খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল পাট খাতে ২ দশমিক ২ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ১৭২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর। গতকাল সিএসইতে ৫৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৬ কোটি ২০ লাখ টাকা।