সাত মাসের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে গতকাল সাত মাসের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় দেড় হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ২৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২১ পয়েন্ট বেড়ে হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ২২৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট বেড়ে হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৭৩ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে।

ডিএসইতে গতকাল হাজার ৪৭৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল হাজার ৫৭ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত ছিল ৯৯টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ১১ দশমিক ৮০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত। মোট লেনদেনের ১০ দশমিক ১০ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর পরের অবস্থানে থাকা খাদ্য আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের শতাংশ। গতকাল পুঁজিবাজারে কাগজ মুদ্রণ খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল পাট খাতে, দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন