শেয়ার বিক্রি করবেন স্ট্যান্ডার্ড ব্যাংক উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাংকটির ২০ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তার কাছে বর্তমানে ব্যাংকটির মোট কোটি লাখ ৬২ হাজার ২৭৮টি শেয়ার রয়েছে। যা থেকে ঘোষণাকৃত শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে।

২০০৩ সালে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ৬২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৭৩। এর মধ্যে ৩৮ দশমিক ৯২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৭ দশমিক ৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ৪০ শতাংশ বিদেশী বাকি ৩৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন