রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দ্বিতীয় ইউনিটের ডোমের কাজ চূড়ান্ত ধাপে

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ডোমের কাজ এগোচ্ছে দ্রুতগতিতে ছবি: রোসাটম

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে রোসাটম। এরই মধ্যে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরে কনটেইনমেন্ট ডোমের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।

কাজের মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের কাজ অনেকটাই এগিয়ে গেল। সম্প্রতি রোসাটমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ইউনিটের ডোমের কাঠামো ১৭ দশমিক ১৬ মিটার উঁচু এবং ৪২ দশমিক ৮০ মিটার ব্যাসের এই ডোমের অভ্যন্তরীণ স্তরে হাজার ২০০ মিটার কংক্রিটের ঢালাই করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি প্রসঙ্গে বলেন, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো নির্মাণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আরো কার্যকরভাবে এটি শেষ করতে পারব।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় ডোমের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষিত রাখে এবং এটির মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে।

প্রসঙ্গত, প্রকল্পটিতে থ্রি প্লাস প্রজন্মের দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হচ্ছে। হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে আসবে ২০২৪ সালে। লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে রোসাটমের প্রকৌশল শাখা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন