সয়াবিন ও ডিমের দাম বেশি রাখা

বরিশালে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশালে ডিম ও সয়াবিন তেলের দাম বেশি রাখায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। তাদের মোট ৩১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আজ শুক্রবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র। 

জানা গেছে, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নগরীর বাংলাবাজার, সাগরদী ও রূপাতলী এলাকার পাইকারী ও খুচরা ডিমের দোকান, মুদি, পোল্ট্রি ও মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় দাম বেশি ও মূল্য তালিকা না টানানোর দায়ে মিরাজ স্টোরকে ৩ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার, ভাই ভাই ডিমঘরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সয়াবিন তেলের দাম বেশি রাখায় তালুকদার স্টোরকে ১০ হাজার ও মেসার্স সাদী স্টোরকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযানকালে ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন