বৈরী আবহাওয়া

নোয়াখালীর হাতিয়ায় নৌ-চলাচল বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি, নোয়াখালী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।

জানা গেছে, লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত। ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড বেগে বাতাস বইছে। একদিকে বৃষ্টি অন্যদিকে দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি থাকায় সকাল থেকে সাময়িক ভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, লঘুচাপের কারণে উপকূলে বর্তমানে তিন নম্বর সর্তকতা সংকেত চলছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন