ক্রোম ব্রাউজারে সিকিউরিটি আপডেটের পরামর্শ

বণিক বার্তা অনলাইন

উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স চালিত কম্পিউটারে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের অবিলম্বে সর্বশেষ আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের সাইবার সিকিউরিটি এজেন্সি (সিএসএ) থেকে এ কথা বলা হয়। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

ক্রোম ব্রাউজারে চালু করা সিকিউরিটি আপডেট একাধিক দুর্বলতার সমাধান দিচ্ছে। এর আগে মঙ্গলবার টেক জায়ান্টটি তাদের আপডেট নেটে বিষয়টি উল্লেখ করে।

তবে আপডেটের একটি সংক্ষিপ্ত প্রযুক্তিগত বিবরণ ছাড়া দুর্বলতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি গুগল।

কম্পিউটারে ক্রোম ব্রাউজার সাধারণত বন্ধ ও পুনরায় খোলার পরে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ব্যবহারকারীরা ব্রাউজারের উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ক্লিক করে ‘হেল্প’ অপশনে ‘অ্যাবাউট ক্রোমে’ ক্লিক করে সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন কিনা তা পরীক্ষা করতে পারেন। সেখানে ‘আপডেট গুগল ক্রোম’ বাটনে ক্লিক করলে ব্রাউজার আপডেট হয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন