ইউক্রেনে জাতিসংঘ মহাসচিব

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের ক্ষতি আত্মহত্যার সামিল

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছাকাছি লড়াই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। এই কেন্দ্রের যেকোনো ক্ষতিকে আত্মহত্যার সামিল বলে উল্লেখ করেন তিনি। খবর বিবিসি।

ইউক্রেনের লাভিভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে সম্মেলনে এই মন্তব্য করেন গুতেরেস।

তিনি সতর্ক করে বলেন, জাপোরিঝিয়াতে যেকোনো সম্ভাব্য ক্ষতি হবে আত্মহত্যার তুল্য।

গত এপ্রিলের পর এটাই জেলেনস্কি ও গুতেরেসের প্রথম সাক্ষাৎ। জাতিসংঘ মহাসচিবের ওই সফরের মাঝে কিয়েভে রুশ বাহিনী রকেট হামলা চালায়।

সম্মেলনের গুতেরেসের উদ্বেগের প্রতিধ্বনি করেন এরদোগান। জাপোরিঝিয়ার সম্ভাব্য ক্ষতিকে আরেকটি চেরনোবিল বিপর্যয় বলে উল্লেখ করেন তিনি।

গত মার্চে এলাকাটি রাশিয়ার দখলে গেলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এ আক্রমণের জন্য কিয়েভ ও মস্কো পরস্পরকে দোষারোপ করছে।

সম্মেলনে তিন নেতাই রাশিয়াকে দোষারোপ করে ওই এলাকা নিরস্ত্রকরণে আহ্বান জানান।

বৃহস্পতিবারের বৈঠকের আগে পাওয়ার প্ল্যান্টের ওপর ইচ্ছাকৃত রুশ হামলার সমালোচনা করেন জেলেনস্কি।

এ দিকে ক্রাইমিয়া উপদ্বীপের বেলবেক সামরিক বিমানবন্দরে কয়েকটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় সূত্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন