চট্টগ্রামে ডায়রিয়ায় চারদিনে ১৭২ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছে। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসাধীন।

ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা আশপাশের এলাকার বাসিন্দা বেশি। এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ বলেন, ১৫ আগস্ট ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিআইটিআইডিতে ভর্তি হয় ৬৯ জন রোগী; পরের দিন ৫৮ জন। এছাড়া বুধবার বৃহস্পতিবার (গতকাল) আরো ৪৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১১৭ জন। বাকি ৫৫ জন এখনো চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে কলেরার উপসর্গ বেশি মনে হচ্ছে। কারো কারো জ্বর, কারো বেশি বমি হচ্ছে। অনেক রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসে। তবে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন