সাংবাদিক নির্যাতন

দোষী আইনজীবীদের সনদ বাতিলের দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাংবাদিক নির্যাতনকারী আইনজীবীদের গ্রেফতার বার কাউন্সিল সনদ বাতিলের জন্য তিনদিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার রাতে সাহেদুল হক ইসহাক আহমেদ নামের দুজনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সমাবেশে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, জঙ্গি হামলার রায়ের ঘটনার সংবাদ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। দোষীদের চিহ্নিত করে আইনজীবী সমিতিকে তাদের সদস্যপদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনদিনের মধ্যে হামলাকারীদের আইনজীবী সনদ বাতিল না করলে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন শুরু করবে।

সমাবেশে বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সাধারণ সম্পাদক . শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন