সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে কে অ্যান্ড কিউ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ২৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৩৩৩ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের তিন কার্যদিবসে ১৯ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ২৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১০ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৬৬৭ টাকা।

গত সপ্তাহে ১৫ দশমিক ৪৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। তিন কার্যদিবসে  কোম্পানিটির ২৭ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহের তিন কার্যদিবসে  কোম্পানিটির কোটি লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৮১ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির কোটি ৪৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৪৯ লাখ ১২ হাজার ৬৬৭ টাকা।

১১ দশমিক ৭২ শতাংশ শেয়ার দর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ৩৬ কোটি ৭১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ১৭ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৮২ লাখ ৫৬ হাজার ৩৩৩ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন