শেয়ার বিক্রি করবেন সিটি ব্যাংক পরিচালক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক রাজিবুল হক চৌধুরী ব্যাংকটির ১২ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে পরিচালকের কাছে কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিক্রি করবেন পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

এদিকে পূর্ব ঘোষণা অনুসারে ব্যাংকটির উদ্যোক্তা হোসনে আরা আজিজ ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে উদ্যোক্তার কাছে লাখ ১১ হাজার ৯২৫টি শেয়ার রয়েছে।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ১২০ কোটি লাখ হাজার ৭৪৩টি। এর মধ্যে ৩২ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৪৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৭৬ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ১৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল টাকা পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে টাকা পয়সা বা ২৫ দশমিক ৯২ শতাংশ। গত বছর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন