চীনের দাবদাহ

প্রযুক্তিপ্রতিষ্ঠানের কারখানা বন্ধ, লকডাউন ঘোষণা

বণিক বার্তা ডেস্ক

চীনে প্রচণ্ড দাবদাহের কারণে সিচুয়ান প্রদেশে অবস্থিত একাধিক প্রযুক্তিপ্রতিষ্ঠানের কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দেশজুড়ে চলমান দুর্যোগের মধ্যে বিদ্যুৎ ব্যবহার কমাতে এসব কারখানায় ছয়দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। দ্য ভার্জ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে তথ্য জানা গিয়েছে। খবর টেকটাইমস।

টেসলা, ফক্সকন টেকনোলজিকে ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যামপারেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল), অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান বিওই টেকনোলজি আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে বলে গত রোববার এক জরুরি নোটিসের মাধ্যমে জানানো হয়েছে।

ছয়দিনের লকডাউনে পলিসিলিকন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দাম এরই মধ্যে বেড়ে গিয়েছে। চাহিদাও ক্রমাগত বাড়ছে। বিশ্লেষকদের ধারণা, এর কারণে সামনের দিনগুলোয় লিথিয়ামের দামও বাড়বে। লকডাউন থাকলেও কিছু প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। অ্যাপলের সরবরাহকারী বিওই ফক্সকন জানায়, তারা বিকল্প ব্যবস্থা নিলেও সার্বিক কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।

আরেকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৫ দিন ধরে চীনের বিভিন্ন শহরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, গত ছয় দশকের ইতিহাসে যা সর্বোচ্চ। পরিবেশবিদদের পূর্বাভাস বৈশ্বিক উষ্ণায়নের কারণে এটি নিউ নরমাল তাপমাত্রা হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। আবাসস্থল, অফিসসহ প্রায় সব অবকাঠামোয় এয়ারকন্ডিশনিংয়ের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এগুলো বিদ্যুতের চাহিদা বাড়াচ্ছে। সেই সঙ্গে নদ-নদীর পানির স্তরও কমে যাচ্ছে।

সিচুয়ান ছাড়াও জিয়াংশু, আনহুই ঝেইঝাং প্রদেশে কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান কারখানাগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণে শক্তি সঞ্চয়ের আহ্বান জানিয়েছে। অতিরিক্ত দাবদাহের কারণে কৃষিনির্ভর অঞ্চলগুলোয় খরাও বেড়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ফু লিংঘুই বলেন, গত বছরের তুলনায় বছর দাবদাহের মাত্রা বেশি।

তিনি আরো বলেন, আগস্ট সেপ্টেম্বর হচ্ছে শরতের ফসল উৎপাদনের উত্কৃষ্ট সময়। তাই আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড়ের সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের খাদ্যোৎপাদনকে স্বাভাবিক রাখতে হবে। সিচুয়ান প্রদেশের অবস্থা সবচেয়ে বেশি সংকটাপন্ন হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ছয়দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে। কেননা অঞ্চলটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের কারখানা অবস্থিত এবং এখানে বিদ্যুতের পাশাপাশি পানির চাহিদাও প্রচুর।

সিচুয়ান প্রদেশের মোট জনসংখ্যা কোটি ৪০ লাখ এবং এটি চীনের অন্যতম বড় প্রদেশ। প্রচুর খনিজ সম্পদে পরিপূর্ণ প্রদেশ হওয়ায় সোলার ফটোভোল্টাইক বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন অব্যাহত রাখতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন