
অ্যালফাবেট, জুম ও মাইক্রোসফটের শেয়ার কিনছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান পিআইএফ। যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটের দরবৃদ্ধির পেছনে এ তথ্য উঠে আসে। দ্বিতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮০ কোটি ডলার যুক্তরাষ্ট্রের শেয়ার বাণিজ্যে বিনিয়োগ করেছে।
পিআইএফ অ্যালফাবেটের ২ লাখ ১৩ হাজার, জুমের ৪৭ লাখ ও মাইক্রোসফটের ১৮ লাখ ক্লাস এ শেয়ার কিনে নিয়েছে বলে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ তার প্রকাশিত তথ্যে জানিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি জেপি মরগান ও ব্ল্যাকরকের শেয়ার কিনেছে। খবরে বলা হয়, জেপি মরগানের ৩৯ লাখ ও ব্ল্যাকরকের প্রায় সাড়ে সাত লাখ শেয়ার কিনেছে সৌদি আরবের এ রাষ্ট্রায়ত্ত তহবিল। স্টারবাকস, অ্যাডোবি, ডাটাডগসহ আরো বেশ কয়েকটি কোম্পানির শেয়ারও কিনেছে প্রতিষ্ঠানটি।
তেল বিক্রি থেকে অর্জিত অর্থ দ্বিতীয় কোনো উৎসেবিনিয়োগ করতে ৬২ হাজার ডলারের এ তহবিল গঠন করেছিল সৌদি আরব।