ক্রয়মূল্যে গণনা হবে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) পুঁজিবাজার বিনিয়োগসীমা ক্রয়মূল্যে গণনা করার জন্য সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ থেকে জারি করা -সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের পরিচালক মো. আমির উদ্দিন স্বাক্ষরিত পুঁজিবাজারে বিনিয়োগ উপাদান প্রসঙ্গে শীর্ষক সার্কুলারে এর আগে বছরের ১৫ ফেব্রুয়ারি বিভাগ থেকে জারি করা নং সার্কুলারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, আলোচ্য সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের কোন কোন উপাদান পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের ঊর্ধ্বসীমা নির্ধারণে সার্কুলারের অনুচ্ছেদে উল্লেখ করা পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ডের ইউনিট পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে। সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন