মানুষকে স্বস্তি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী —ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সারা বিশ্বে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে বাংলাদেশেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা জানি বাংলাদেশের জনগণের কষ্ট হচ্ছে। নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গিয়েছে, কীভাবে মানুষের একটু স্বস্তি দেয়া যায় সে চেষ্টা তিনি করে যাচ্ছেন।

গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহসভাপতি শামসুর নাহার ভুইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন