সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তিসংশ্লিষ্ট উদ্ভাবনে তরুণদের উদ্ভাবনী সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আয়োজিত হচ্ছে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন শুরু হয়েছে। তথ্য প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরামের উদ্যোগে ঢাকাসহ মোট চারটি বিভাগে আয়োজন করা হচ্ছে হ্যাকাথন। গতকাল রাজধানীর কারওয়ান বাজার সফটওয়্যার টেকনোলজি পার্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, বাংলাদেশ গোল্ডেন ডিভিডেন্ড যুগে রয়েছে। তরুণদের যদি সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের এসব ইনোভেটিভ আইডিয়াকে সঠিক নার্সিং করা যায়, তবেই হবে ডিজিটাল বাংলাদেশ।

ইনোভেশন হ্যাকাথন ২০২২-এর বিস্তারিত তুলে ধরে কনভেনর প্রফেসর . সৈয়দ আখতার হোসেন জানান, এবারের হ্যাকাথনের আয়োজনে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) আগামী অক্টোবর ফিজিক্যাল ডেমনেস্ট্রেশন এবং ২২ অক্টোবর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবন।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব . বিকর্ণ কুমার ঘোষ। উপস্থিত ছিলেন হ্যাকাথনের অর্গানাইজিং কমিটির চেয়ার প্রফেসর . তৌহিদ ভূঁইয়া, জুরি মেন্টর কমিটির চেয়ার প্রফেসর দ্বীপ নন্দি, সিটিও ফোরামের সাধারণ সম্পাদক আরফে এলাহী মানিক। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ফেয়ার টেকনোলজি হুন্দাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন