আইডিসিওএলের অর্থায়নে হাতিলের প্রথম রুফটপ সোলার প্রকল্প

হাতিল কমপ্লেক্স লিমিটেডের প্রথম রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাতিল কমপ্লেক্স লিমিটেডের একটি কারখানার ছাদে দশমিক ৬৭ মেগাওয়াট সক্ষমতার সৌর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের জন্য মোট ১৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় ধার্য করা হয়েছে। উপলক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, হাতিলকে ১৪ কোটি ২৩ লাখ টাকা শর্তমুক্ত ঋণ দেবে আইডিসিওএল। আগামী বছরের এপ্রিল থেকে প্রকল্পটি শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিসিওএলের নির্বাহী পরিচালক সিইও আলমগীর মোর্শেদ, ডিপুটি সিইও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান কর্মকর্তা এনামুল কারিম পাভেলসহ অন্য কর্মকর্তারা। এছাড়া হাতিল কমপ্লেক্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, কোম্পানি সেক্রেটারি রেজাউল করিম অন্য কর্মকর্তারা। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে উদ্যোগ নিয়েছে হাতিল কমপ্লেক্স। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরতা কমাবে প্রতিষ্ঠানটি। প্রকল্পের মাধ্যমে হাতিল কমপ্লেক্সের বিদ্যুৎ বিল কমবে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন