জাতীয় শোক দিবসে ঢাবির কর্মসূচি ঘোষণা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় শোক দিবস পালিত হবে। দিবসটি পালনের লক্ষ্যে ঢাবি কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন হলগুলো জাতীয় পতাকা অর্ধনমিত রাখা কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের (ধানমন্ডি ৩২ নম্বর) উদ্দেশে যাত্রা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার শুরুতে বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাবি কেন্দ্রীয় মসজিদসহ প্রত্যেক হল আবাসিক এলাকার মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ওইদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন