১৪% দর হারিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের চারদিনই দরপতন হয়েছে। সময়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৪ কোটি ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৫০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড। গত সপ্তাহে ১১ দশমিক শূন্য শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৩০ লাখ হাজার ৫০০ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১০ দশমিক ৭৫ শতাংশ দর কমেছে। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৪ কোটি ৬৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৬৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

গত সপ্তাহে ১০ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৭ কোটি লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে: ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন