২৮ অক্টোবর আসছে রায়হান রাফীর দামাল

ফিচার প্রতিবেদক

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল সিনেমা দামাল সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে নো অবজেকশন সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর বোর্ডের সদস্যরা। ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। আগামী ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে দামাল সিনেমাটির চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

দামাল নিয়ে রায়হান রাফী বলেন, অনেক আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল অক্টোবরে সিনেমাটি মুক্তি দেয়ার। তবে তারিখটা ঠিক করা ছিল না। ২৮ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে দামাল। আমার স্বপ্নের প্রকল্প সিনেমা। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে করা আমার প্রথম কাজ এটা। আশা করি পরাণের মতো সিনেমাও দর্শকের ভালো লাগবে।

গত ১০ জুলাই মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত সিনেমা পরাণ। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ইয়াস রোহান। মুক্তির দুই মাস পার হয়ে গেলেও এখনো সিনেমাটি দেখতে হলে যাচ্ছে দর্শক। চলতি বছরের অন্যতম সফল সিনেমা পরাণ। দামালের মধ্য দিয়ে ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে পরাণ জুটি বিদ্যা সিনহা মিম শরিফুল রাজকে।

রায়হান রাফী এর আগে পোড়ামন , দহন পরাণ নির্মাণ করেছেন। তার নির্মিত সিনেমাগুলো দর্শককে মুগ্ধ করেছে। এবারের দামাল নিয়েও দর্শকের আগ্রহের শেষ নেই। যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান রাফী নাজিম উদ দৌলা। স্বাধীন বাংলার ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে কী চমক রাখে সেটি দেখা এখন কেবল সময়ের অপেক্ষা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন