স্ট্রিমিং ভিডিও পরিষেবা চালুর পরিকল্পনা ইউটিউবের

বণিক বার্তা ডেস্ক

স্ট্রিমিং ভিডিও প্লাটফর্ম চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউটিউব। নিয়ে বেশ কয়েকটি বিনোদন কোম্পানির সঙ্গে এরই মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বিনোদন কোম্পানিগুলো যেন ইউটিউবের প্লাটফর্ম ব্যবহার করে এজন্য তাদের সঙ্গে দরকষাকষি করছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়, ইউটিউব অনলাইন স্টোরকে অভ্যন্তরীণ চ্যানেল স্টোর হিসেবে উল্লেখ করেছে। ভিডিও প্লাটফর্ম ইউটিউব এটি চালু করতে ১৮ মাস ধরে কাজ করে চলেছে। শরতের শুরুর দিকেই সেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে মন্তব্যে অস্বীকৃতি জানায় ইউটিউব কর্তৃপক্ষ।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়ালমার্ট তাদের মেম্বারশিপ সার্ভিসে স্ট্রিমিং পরিষেবা যুক্ত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ভিডিও শেয়ারিং সামাজিক গণমাধ্যম প্লাটফর্ম হলো ইউটিউব। স্টিভ চেন, চ্যাড হার্লি জাবেদ করিমের হাতে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ১৪ ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান বার্নোয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন