ব্রাজিলে বন উজাড়ের নতুন রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

ব্রাজিলে অ্যামাজন বন উজাড়ের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের প্রথম সাত মাসে বন উজাড় দশমিক শতাংশ বেড়েছে। দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে খবর জানিয়েছে রয়টার্স।

সরকারি স্যাটেলাইটের তথ্যে দেখা গিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটির হাজার ৪৭৪ বর্গকিলোমিটার বনাঞ্চল পরিষ্কার করা হয়েছে। এটি ২০১৫ সালে রেকর্ড শুরু হওয়ার পর সর্বোচ্চ।

তথ্য সংগ্রহকারী জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনপে অনুসারে, কেবল জুলাইয়ে হাজার ৪৮৭ কিলোমিটার বন উজাড় হয়েছে। এটি ২০২১ সালের একই সময়ের কাছাকাছি।

পরিবেশবিদ বিশেষজ্ঞরা বেআইনিভাবে অ্যামাজন বন উজাড়ের জন্য প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করেছেন। স্থানীয় পরিবেশগত গ্রুপ ক্লাইমেট অবজারভেটরির প্রধান মার্সিও অ্যাস্ট্রিনি বলেন, পরিসংখ্যানগুলো প্রচণ্ড ধাক্কা দেয়, তবে অবাক করে না। অ্যামজনে নিয়ন্ত্রণহীন বন উজাড় সরকারি সুরক্ষা নীতি হ্রাসের ফলাফল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন