আগামী বছর ব্যবসায়িক ভ্রমণের ব্যয় বাড়বে

বণিক বার্তা ডেস্ক

আগামী বছর হোটেল ভাড়া থেকে শুরু করে উড়োজাহাজের টিকিটের দাম পর্যন্ত সব আঙ্গিকেই ব্যবসায়িক ভ্রমণের ব্যয় বাড়বে। টানা দুই বছর কভিড-১৯ মহামারীর কারণে স্থবির সময় পার করার পর বিধিনিষেধ শিথিল হয়ে এসেছে। ফলে ব্যবসায়িক ভ্রমণের চাহিদা আবারো পুনরুদ্ধার হয়েছে।

সিএনবিসির খবর অনুসারে, চলতি বছর ব্যবসায়িক ভ্রমণের উড়োজাহাজ টিকিটের দাম গত বছরের তুলনায় ৫০ শতাংশ বাড়বে। ভ্রমণ ব্যবস্থাপক প্রতিষ্ঠান সিডব্লিউটি বিজনেস ট্রাভেল অ্যাসোসিয়েশন জানায়, আগামী বছর শতাংশেরও বেশি দাম বাড়বে উড়োজাহাজের টিকিটের।

উড়োজাহাজ পরিবহন সংস্থা হোটেলের কর্মকর্তারা ব্যবসায়িক ভ্রমণ আবারো চাঙা হয়ে ওঠার বিষয়ে আশাবাদী। এর আগে অবসর যাপনে ভ্রমণ আবারো ঊর্ধ্বমুখী হলেও ব্যবসায়িক ভ্রমণে আশানুরূপ ফল দেখা যায়নি। অথচ উড়োজাহাজ পরিবহন সংস্থা হোটেল কর্মকর্তাদের কাছে অবসর কাটানোর পর্যটকদের তুলনায় ব্যবসায়িক ভ্রমণকারীরাই বেশি আকর্ষণীয়। কারণ ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের থেকে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যটিই মুখ্য থাকে। উচ্চমূল্যের টিকিট কিংবা হোটেলের বুকিং দিতেও তারা দ্বিধাবোধ করেন না।

এদিকে ব্যবসায়িক যাত্রী চাহিদা ঊর্ধ্বমুখী হলেও নানা প্রতিবন্ধকতা ছিল এয়ারলাইনসগুলোর সম্মুখে। অর্থনীতির গতি শ্লথ হওয়ারও আশঙ্কা ছিল। এছাড়া শিল্প খাতে শ্রমবাজারে প্রতিকূল পরিস্থিতিও বিরাজমান ছিল। ব্যয় কমানোর উদ্যোগ নেয় বড় বড় প্রতিষ্ঠান।

বিষয়ে হিলটন ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস নাসেটা বলেন, সামষ্টিক অর্থনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে চিন্তিত মানুষ। তবে নিজেদের ব্যবসাও চালাতে হবে তাদের। যত বেশি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় নিয়ে তারা শঙ্কিত থাকবে, তত বেশি তারা নিজেদের ব্যবসার নিরাপত্তার কথা ভেবে ভ্রমণ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন