মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮.৯ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে দ্রুততম হারে বেড়েছে। স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশীয় চাহিদা স্থিতিশীল রফতানি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে বৈশ্বিক প্রবৃদ্ধির শ্লথগতি বছরের দ্বিতীয়ার্ধে অনিশ্চয়তা তৈরি করেছে।

এপ্রিল-জুন প্রান্তিকে মালয়েশিয়ার জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। অথচ রয়টার্সের এক পূর্বাভাসে জিডিপি বৃদ্ধির হার দশমিক শতাংশ বলা হয়েছিল। প্রথম প্রান্তিকের তুলনায় বৃদ্ধির হার শতাংশ বেশি ছিল।

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে দেশটিতে বিধিনিষেধ আরোপ করা হয়। চলতি বছরের এপ্রিলে সীমান্তের বিধিনিষেধ শিথিল করা হয়। এর পর থেকেই দেশটির অর্থনীতি আরো শক্তিশালী হয়ে ওঠে।

বিষয়ে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নর শামসিয়াহ মোহাম্মদ ইউনুস বলেন, বছরের দ্বিতীয়ার্ধে কভিডের অভিঘাত কাটিয়ে ঘুরে দাঁড়াবে মালয়েশিয়ার অর্থনীতি। যদিও বৈশ্বিক নানা প্রতিকূলতা থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন