জাবির ভিসি প্যানেল নির্বাচন

সর্বোচ্চ ভোট পেয়েছেন অধ্যাপক আমির হোসেন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মুক্তিযোদ্ধা শিক্ষক অধ্যাপক আমির হোসেন। উপস্থিত ৭৬ ভোটারের মধ্যে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছেন তিনি।

অধ্যাপক আমির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের অর্থনীতি বিভাগের ছাত্র। তিনি একাধারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), সমাজবিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সম্পাদক, তিনবারের নির্বাচিত সিন্ডিকেট সদস্য অর্থ কমিটির সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উপাচার্য প্যানেলের নির্বাচিত বাকি দুজন হলেন অধ্যাপক নূরুল আলম অধ্যাপক অজিত কুমার মজুমদার। তারা যথাক্রমে ৪৬ ৩২ ভোট পেয়েছেন। রাষ্ট্রপতি এই তিনজন থেকে যেকোনো একজনকে উপাচার্য নিয়োগ দেবেন।

গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত নির্বাচন শেষে ফলাফল পাওয়া যায়। তিনজনের উপাচার্য প্যানেলের জন্য মোট আটজন প্রার্থী ছিলেন। নির্বাচনে মোট ৮২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭৬ জন সিনেট সদস্য।

অন্য প্রার্থীদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ২০ ভোট, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বীলা নাজনীন নীলিমা ১৫ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ভোট পান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন