পঞ্চগড়ে প্রবাসীর বাগানের পাঁচ হাজার গাছ কাটল দুর্বৃত্তরা

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ ভাটিয়াপাড়া গ্রামে কেটে ফেলা গাছ ছবি: নিজস্ব আলোকচিত্রী

পঞ্চগড়ে গভীর রাতে প্রবাসীর চা বাগানের প্রায় পাঁচ হাজার ফলদ বনজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দক্ষিণ ভাটিয়াপাড়া গ্রামে সিদ্দিক টি স্টেট নামে আমেরিকাপ্রবাসী মিজানুর রহমান সিদ্দিক রঞ্জুর বাগানে পেঁপে, সুপারি, নারিকেল মেহগনি গাছ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ২২ একরের বাগানটিতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এর আগে পঞ্চগড় জেলায় এতগুলো গাছ কাটার ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। গতকাল বিকালে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি ফলের গাছগুলোর ওপরের অংশ কেটে ফেলা হয়েছে। কিছু কিছু গাছের ফলগুলো মাটিতে পড়ে আছে। বিশেষ করে কেটে ফেলা গাছের অসংখ্য পেঁপে মাটিতে পড়ে আছে। ছোট থেকে বড় পেয়ারা গাছগুলো ওপরের অংশ কেটে ফেলা হয়েছে। সারিবদ্ধভাবে কেটে ফেলা হয়েছে মেহগনি গাছ  

বাগানের মালিক রেমিট্যান্স যোদ্ধা মিজানুরের পরিবারের সদস্যরা জানান, চা বাগানটির বয়স প্রায় ২০ বছরের বেশি। প্রায় দুই বছর আগে সাথী ফসল হিসেবে ফলদ বনজ গাছের চারা লাগানো হয়েছে। পরিচর্যার মাধ্যমে এসব গাছ বড় করা হয়েছে। বর্তমানে ফলদ গাছগুলোয় ফল আসা শুরু হয়েছে। প্রতিদিনই ৩০-৪০ জন নারী-পুরুষ বাগান পরিচর্যা করেন। প্রবাসে কাজ করে কষ্টের টাকায় বাগানটি করেছেন রঞ্জু। প্রতিদিনই বাগানের সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ছুটে আসেন।

বৃহস্পতিবারও সবকিছু ঠিকঠাক ছিল। গতকাল সকালে চা বাগানে পাতা তুলতে গিয়ে দৃশ্য দেখে চমকে ওঠেন শ্রমিকরা। রাতের আঁধারে পেঁপে, সুপারি, নারিকেল মেহগনির প্রায় ছয় হাজার গাছ নির্বিচারে কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে প্রবাসী মিজানুরের পরিবারকে খবর দেন চা শ্রমিকরা। বাগানের এমন চিত্র দেখে শ্রমিকরা নির্বাক হয়ে যান। স্থানীয়রাও এমন নৃশংসতার প্রতিবাদ জানিয়েছেন। এমনকি এমন ঘটনায় বাগানটির শ্রমিক-কর্মচারীরও নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে মিজানুর রহমান সিদ্দিকী মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমি বিদেশে থেকে যা আয় করেছি তা দিয়ে তিলে তিলে বাগানটি চাকলারহাট এলাকায় গড়ে তুলেছি। বাগানটাই আমার একমাত্র সম্পদ স্বপ্ন। আমার হাতে গড়া সেই বাগানের প্রায় হাজার পেঁপে, নারিকেল, সুপারি মেহগনি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আমি স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন শেষে জানান, প্রবাসীর বাগানের কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। আমি আশাবাদী প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে বের করবে। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, সরেজমিন প্রবাসীর ওই বাগানটি পরিদর্শন করেছি। যারা বাগানের গাছ কেটেছেন তারা একটি অমানবিক কাজ করেছেন। লিখিত অভিযোগের পর  পুলিশ বিষয়টি তদন্ত করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন