রুশ কেন্দ্রীয় ব্যাংক ইউয়ান, রুপি ও লিরা কেনার পরিকল্পনা

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক কেনাকাটার ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশ চীনের মুদ্রা ইউয়ান, ভারতীয় মুদ্রা রুপি তুরস্কের মুদ্রা লিরাকে বিবেচনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে ডলার ইউরো কিনতে না পারায় দেশটির ন্যাশনাল ওয়েলথ ফান্ডকে (এনডব্লিউএফ) শক্তিশালী করতে এমন সিদ্ধান্তের বিষয়ে ভাবা হচ্ছে বলে গতকাল দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, ২০২৩-২৫-এর জন্য আর্থিক নীতির একটি প্রতিবেদনে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে ইউক্রেনে তার কর্মকাণ্ডের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে বিবেচনা করে, কীভাবে আর্থিক শৃঙ্খলায় ফিরে আসা যায় এবং এনডব্লিউএফের তহবিল পুনরায় পূরণ করা যায় সে সম্পর্কে বিভিন্ন বিকল্প উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশের মুদ্রায় (ইউয়ান, রুপি, তুর্কি লিরা অন্যান্য) এনডব্লিউএফের পুনরায়পূরণ/ব্যয় করার জন্য বাজেট নীতি পদ্ধতির একটি কার্যকরী প্রক্রিয়া বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন