ইন্টারনেটের ব্যবহার বাড়াতে বিনিয়োগ করবে মেক্সিকো

বণিক বার্তা ডেস্ক

প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট বিস্তারে তথা দেশে ইন্টারনেটের ব্যবহারের বাড়াতে তিন হাজার কোটি পেসো বা ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে মেক্সিকো। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর কথা জানান। খবর রয়টার্স।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শহরের বাইরে অবস্থানের সময় আপনি সেলফোনেই কথা বলতে পারবেন না। ইন্টারনেট ব্যবহার তো পরের বিষয়। তিনি বলেন, হাজার হাজার মেক্সিকান অধিবাসী এখনো মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেটেও আওতায় আসেনি। তাদেরকে পরিষেবায় যুক্ত করতে হলে স্বচ্ছ বিনিয়োগ প্রয়োজন।

মেক্সিকোর টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা আইএফটির তথ্যানুযায়ী, দেশটির ৬৬ শতাংশ ঘরে ইন্টারনেট সংযোগ রয়েছে। চলতি সপ্তাহে সংস্থাটি জানায়, মেক্সিকোতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রতি পাঁচজন আদিবাসীর মধ্যে একজন এখন মোবাইল সার্ভিস প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন। ২০১৬ সালে মেক্সিকোর সরকার টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান আল্টান রিডসকে একটি ন্যাশনাল মোবাইল নেটওয়ার্ক তৈরি করতে বলেছিল। যেটি ২০২৪ সাল নাগাদ ৯২ দশমিক শতাংশ কভারেজ প্রদানে সক্ষম হবে। পরবর্তী সময়ে সময়সীমা বাড়িয়ে ২০২৮ করা হয়েছে।

গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট তথাকথিক শেয়ারড নেটওয়ার্ক অধিগ্রহণের বিষয়ে জানায়। যার মাধ্যমে প্রত্যেক শহরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিশ্চিতের পাশাপাশি পাবলিক স্পেসগুলোতে ফ্রি ওয়াই-ফাই সংযোগ প্রদানে সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন