
৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পায় ডার্ক কমেডি থ্রিলার ফিল্ম ‘ডার্লিংস’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় ভার্মা। দর্শকমহলে প্রশংসা পাচ্ছে আলিয়ার ডার্লিংস। মাত্র এক সপ্তাহে এক কোটির বেশি মানুষ ডার্লিংস দেখেছে। এটিই প্রথম ভারতীয় ওয়েব ফিল্ম, যেটি মুক্তির সপ্তাহেই এত বেশি ভিউ পেয়েছে। যৌথভাবে ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট।