ট্যালকম বেবি পাউডারের বিক্রি বন্ধ করছে জেঅ্যান্ডজে

বণিক বার্তা ডেস্ক

আগামী বছর থেকে বৈশ্বিকভাবে ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধ করবে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পণ্যটি বন্ধের দুই বছর পর এবার বৈশ্বিকভাবে ট্যালকম বেবি পাউডারের বিক্রি বন্ধ করার উদ্যোগ নিয়েছে মার্কিন হেলথকেয়ার জায়ান্ট।

২০২০ সালে জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কানাডায় ট্যালকম বেবি পাউডার সম্পর্কে ভুল তথ্যের জের ধরে পণ্যটির চাহিদা কমেছে। পণ্যটি ব্যবহারে নিরাপত্তা নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ফলে দেশ দুটিতে পণ্যটির বিক্রি বন্ধ করে দেয়া হয়।

এর বিরুদ্ধে ৩৮ হাজার মামলা হয়েছে। ট্যালকম পাউডারের কারণে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে বলে অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে সংস্থাটি। প্রতিষ্ঠানটি জানায়, কয়েক দশকের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে পণ্যটির নিরাপত্তা যাচাই করেই তা বাজারজাত করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আবারো একই কথা পুনরাবৃত্তি করে আগামী বছর থেকে পণ্যটির বৈশ্বিক বিক্রি বন্ধের ঘোষণা দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন