স্বস্তির বৃষ্টিতে আর্জেন্টিনার গম নিয়ে আশাবাদ

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

সম্প্রতি কয়েক সপ্তাহের বৃষ্টিতে একটু স্বস্তি দেখা দিয়েছে আর্জেন্টিনার কৃষকদের মধ্যে এর ফলে তারা আগামী মৌসুমের জন্য গম শস্যের গাছ রোপন করতে পেরেছেন, সেই সঙ্গে পরবর্তী শস্য চাষের মূল ধাপের আগে আগে ভূমির আর্দ্রতার মাত্রা পুনরুদ্ধার করতে পেরেছেন বুয়েনস আয়ার্সের গ্রেইনস এক্সচেঞ্জ বৃহস্পতিবার এই তথ্য জানায় খবর রয়টার্স

২০২২-২৩ মৌসুমের জন্য আর্জেন্টিনার কৃষকরা ৬১ লাখ হেক্টর জমিতে চাষাবাদ করেছেন, যেটা আগের মৌসুমে ছিল ৬৭ লাখ হেক্টর। সম্প্রতি সেখানকার শস্যে বেশ কিছু কাঁটছাঁট করা হয় শুধুমাত্র খরার কারণে। তাতে এই অঞ্চলে সম্প্রতি কয়েক মাসে উত্পাদনও বেশ বাধাগ্রস্ত হয়।

যদিও গত দুই সপ্তাহের মধ্যে হওয়া বৃষ্টির কারণে দেশটির দক্ষিণের কৃষি এলাকায় ভূমি প্রস্তুত করার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া গিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার উত্তর প্রদেশ বৃষ্টিপাতের সুবিধা পায়নি। এর ফলে গাছ রোপনের ক্ষেত্রে সেখানে ব্যাপক ক্ষতি দেখা গেছে। 

বিশ্বে গম সূর্যমুখী তেলের মূল সরবরাহকারী আর্জেন্টিনা। গত সপ্তাহে সূর্যমুখী তেলের বীজ বপনও শুরু হয়েছে। আগের মৌসুমে যেখানে বপন করা হয়েছিল ১৭ লাখ হেক্টর জমিতে, এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ হেক্টরে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন