বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুই দিন করার চিন্তা

বণিক বার্তা ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এর আগে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। এখন শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন রাখার বিষয়ে চিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি থাকছে। এখন থেকে তা কার্যকর করা হবে কি-না বিষয়টি নিয়ে আমরা ভাবছি।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দীপু মনি। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ প্রসঙ্গে কথা বলেন তিনি।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকা প্রসঙ্গে বলেন, করোনার কারণে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ ছিল। তাই শিখন ঘাটতি নিয়ে শঙ্কা ছিল। তবে আমাদের গবেষণা বলছে, করোনার কারণে আমাদের কোনো শিখন ঘাটতি হয়নি। বরং শাপে বর হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্ব-শিখনের দক্ষতা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন