স্প্যানিশ লা লিগা শুরু আজ

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ কি হাসবেন এবার?

গত মৌসুমে খুব সহজেই লা লিগা শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ অন্য দিকে বার্সেলোনা কোনো লড়াই- গড়ে তুলতে পারেনি এবারের দলবদলে একাধিক তারকা খেলোয়াড় কিনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে কাতালানরা তাতে রিয়ালের সঙ্গে এবার রোমাঞ্চকর লড়াইয়ের আভাস মিলছে জাভি হার্নান্দেজের দল কি এবার পারবে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করতে, নাকি কার্লো অ্যানচেলত্তির রিয়ালের আধিপত্যই অব্যাহত থাকবে?

 

ওসাসুনা সেভিয়ার ম্যাচ দিয়ে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে লা লিগার ২০২২-২৩ মৌসুম বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ দল প্রথম দিন মাঠে নেই বার্সেলোনা প্রথম ম্যাচে মাঠে নামবে আগামীকাল রাত ১টায় রায়ো ভায়েকানোর বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মাঠে নামবে রোববার রাতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলমেরিয়া

 

গত মৌসুমে ১৩ পয়েন্টের ব্যবধানে লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে লস ব্লাঙ্কোসরা ২০০৮ সালের পর টানা দুই মৌসুমে লা লিগা শিরোপা জেতেনি তারা এবার সুযোগ এসেছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সর্বশেষ উয়েফা সুপার কাপজয়ী দলটি মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কাজেই তাদের পক্ষে শিরোপা ধরে রাখা কঠিন না- হতে পারে

 

চেলসি থেকে সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার মোনাকো থেকে মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনিকে দলভুক্ত করেছেন অ্যানচেলত্তি কিলিয়ান এমবাপ্পেকে কিনতে চেয়েও পারেনি রিয়াল ফলে সেন্টার ফরোয়ার্ড পজিশনে কেবল করিম বেনজেমাই ভরসা

 

বার্সেলোনার জন্য সফল এক মৌসুমের হাতছানি জুলেস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, ফ্রাঙ্ক কেসি, রাফিনহা রবার্ট লেভানডভস্কি এসেছেন ন্যু ক্যাম্পে এছাড়া স্ট্রাইকার ওসমান দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়ন হয়েছে কাতালানদের বার্নার্দো সিলভা মার্কোস আলোনসোর এখনো আসার সম্ভাবনা রয়েছে

 

প্রতিটি পজিশনেই বিশ্বমানের খেলোয়াড় নিশ্চিত করেছেন জাভি কাজেই রিয়ালকে এবার চ্যালেঞ্জ জানানোর মতো রসদ আছে বার্সেলোনার

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন